SATYAJIT BARMAN's Album: Wall Photos

Photo 1 of 3 in Wall Photos

।। ফেসবুক থেকে ইনবুকে।।
যেহেতু আমি চীনে বাজার করতে যাই না, তাই চীনা প্রোডাক্ট কেনার দায়বদ্ধতাও আমার নেই। যদিও সারা বাড়ির আনাচে কানাচে এবং দৈনন্দিন জীবনে চীনা প্রোডাক্ট এর ছড়াছড়ি। সকালের চায়ের প্লেট থেকে শুরু করে বেড কভার পর্যন্ত - সব চীনা। আমি যে বিদেশী পণ্য কেনা খুব পছন্দ করি, এমনটা মোটেও নয়। কিন্তু কি করবো?! বাজার টাই যে চীনা বাজার। সামান্য দেশীয় পণ্য আছে বটে, তবে তা অনেক সময়ই অনুন্নত, বেশি দামী ও দেখনদার নয়। আবার ব্যতিক্রম ও আছে। তাই ব্যক্তিগত ভাবে মনে করি, এই জন্য রাষ্ট্র ব্যবস্থাই সম্পূর্ণ রূপে দায়ী। বিগত বছর দুই যাবৎ খেয়াল করছি, চীনা দ্রব্য কেনার প্রতি আমাদের একটা প্রতিবাদ শুরু হয়েছে। এতে করে চীনা বাজার বেশ মন্দা পড়েছে বলেই মনে হয়। বর্তমান করোনা ভাইরাস - 2019 মহামারী পরিস্থিতিতে কেনাকাটা যখন লাটে উঠে গেছে - তখন চীনা দ্রব্য কেনার প্রবনতা আরো কমেছে আমাদের। চীনা দ্রব্য বর্জন একদিনে সম্পূর্ণ হবে না ঠিকই, কিন্তু এই ট্রেন্ড চলতে থাকলে অচিরেই দেশীয় পণ্য তৈরীতে একটা সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে হয়তো আমাদের! আমিও চাই আমার দেশ যতো দ্রুত সম্ভব দেশীয় পণ্য তৈরীতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুক। ও আচ্ছা বলতেই ভুলে গেছিলাম যে, এই ফেসবুক টাও কিন্তু দেশীয় অ্যাপ্লিকেশন নয়। অনেকটা এর মতোই দেশীয় অ্যাপ হলো - 'ইনবুক' (INBOOK) ।সম্পূর্ণ দেশীয় অ্যাপ। 'প্লে স্টোর' - এ পাওয়া যাচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যেই।
সুযোগ যখন পেলাম, তড়িঘড়ি একটা অ্যাকাউন্ট খুলেই ফেললাম এতে। যদি প্রচুর সংখ্যক বন্ধু পাই সুদূরকালে- তাহলে মার্ক জুকারবার্গ কে ধন্যবাদ জানিয়ে, নতুন করে INBOOK এ থাকবো না হয়!