SATYAJIT BARMAN's Album: Wall Photos

Photo 3 of 3 in Wall Photos

।। সস্তা তবু চাইনা।।
দেশী পণ্য ব্যবহারের হুজুগের আরেক জ্বলন্ত উদাহরণ হলো 'Remove Chaina Apps', যেটা প্লে স্টোরে পাওয়া যাচ্ছিলো ইদানীং। সম্পূর্ণ ভারতের তৈরী এই অ্যাপ্লিকেশনটি ফোনে ইন্সটল থাকা সমস্ত চাইনিজ অ্যাপ্লিকেশন গুলি নির্ণয় করে দিতো এবং ব্যবহারকারীদের সরাসরি সাহায্য করত সেগুলি আনইনস্টল করে দিতে।
ভারতে অত্যন্ত জনপ্রিয় এই অ্যাপ্লিকেশনটি গত মে মাসে রিলিজ হয় এবং এক মাসেই সেটি ডাউনলোড হয় 5 মিলিয়ন এরও বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে, গুগল কর্তৃপক্ষ ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি। বিভিন্ন ধরনের আইন কানুন দেখিয়ে তা প্রমাণ করে যে, এই অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে থাকার পরিপন্থী। এবং প্রায় দিন তিনেক হলো - 'Remove China Apps' নামক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে তুলে নেয় তাঁরা।
আইনের মারপ্যাঁচ দেখিয়ে অ্যাপ্লিকেশন তুলে নিলেও, দেশবাসীর মন থেকে চীনা অ্যাপ্লিকেশন ও চীনা দ্রব্যের প্রতি যে অভক্তি জমা হয়েছে, সেটা আনইনস্টল করতে পারবে কি? চাইনা যতোই সস্তা আর স্টাইলিশ হোক না কেন - অনেকই আর চায়না!!