tarun malakar's Album: Wall Photos

Photo 81 of 265 in Wall Photos

অহং ব্রহ্মাস্মি
____________________________
আমি কে? ইহার উত্তরে উপনিষদের দেখাদেখি যদি বলিয়া বস অহং ব্রহ্মাস্মি কিংবা সোহহং ব্রহ্ম কিংবা শিবোহহম্, , তবে তোমাকে বাধা দেয় কে? আর তুমি অপরের বাধা মানিবেই বা কেন? গায়ের জোরে অহং ব্রহ্মাস্মি কিংবা অহং কিঙ্করঃ( আমি দাস) বলিয়া দিবে। কিন্তু যখনই মুখে আমি উচ্চারণ কর, তখনই আমির বোধ না হয়ে নিজের দেহটার বোধ হয় -- আমি উচ্চারণ করেছিলে, আমিটার রূপ জানার জন্য ; কিন্তু হায়! আমিটার বোধ না হয়ে নিজের দেহের বোধ এসে গেল। এমতাবস্থায় যদি বল যে , অহং ব্রহ্মাস্মি, তবে নিজের দেহটাকেই ব্রহ্ম বললে ; আর যদি এমতাবস্থায় বল যে, অহং কিঙ্করঃ, তবে নিজ আত্মাকে দাস বললে। কাজেই দেহাত্মবোধ লইয়া আমি কে, এটার উত্তর দিতে পারা যায় না।
ইতি
আচার্য পণ্ডিত অনিতা দেবশর্ম্মা তর্করত্ন