tarun malakar's Album: Wall Photos

Photo 82 of 265 in Wall Photos

ভাবতেও অবাক লাগে, যে মানুষ টিকে সবাই এতোদিন ধরে প্রত্যাখ্যান করছিল, হারাতে চাইছিল, সেই মানুষ টাই আসতে আসতে কেমন জিতে যাচ্ছেন।আফসোস এটাই, তার জন্য মানুষটাকে জীবন দিয়ে দিতে হলো। অনেকের বিচারে, উনি জীবন যুদ্ধে হেরে গেছেন, হুম্, তবে হেরে গিয়েও অদ্ভূত ভাবে জিতে গেলেন।এর আগে, কোনো হিরোর মৃত্যু তে এরকম শোকছায়া নেমে আসেনি সাধারণ মানুষের মনে।ওনার বহুমুখী প্রতিভার পরিচয় তো আমরা আস্তে আস্তে পাচ্ছিই।যারা এখনও মন থেকে মেনে নিতে পারছেন না, তাদের বলি, (নিজেকে বোঝাচ্ছি) উনি চলে গেছেন বলে যতটা কষ্ট আমরা পাচ্ছি, তার থেকে অনেক বেশি খুশি যেন হই ওনার সাফল্যে। একজন শিল্পীর প্রধান উদ্দেশ্য,অন্যকে আনন্দ দেওয়া, উনি আমাদের যা দিয়ে গেলেন তা নিয়ে আমাদের আনন্দ, , ওনার কষ্ট, পরিশ্রম ও চলে যাওয়াকে সফল করবে। উনি আরও একবার, দাত থাকতে দাতের মর্ম দিতে হয়, শিক্ষা টা আমাদের দিয়ে গেলেন।
উনি হারেন নি, হারিয়েছি আমরা। উনি ওনার সবটুকু দিতে চেয়েছিলেন, নিতে পারিনি আমরা, উনি ও বাচতে চেয়েছিলেন, বাচাতে পারিনি আমরা, উনিও থাকতে চেয়েছিলেন, আগলে রাখতে পারিনি আমরা।
আমাদের হিরো তাই সবাই কে বুড়ো আঙুল দেখিয়ে, সবাই কে পেছনে রেখে, সবাই কে তুচ্ছ প্রমাণ করে, বিজয়ী হয়ে গেলেন।