tarun malakar's Album: Wall Photos

Photo 172 of 265 in Wall Photos

চেনা অচেনার অসাধারণ সাক্ষাৎ
*****************************
হেলেন কেলার ছিলেন বাক,শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী। এসব নিয়েই চব্বিশ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। একই সাথে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ লেখক ও রাজনৈতিক কর্মী। তথ্যগুলো মোটামুটি আমাদের সবারই জানা।

তবে একটি হৃদয়স্পর্শী মুহূর্ত শেয়ার করতে চাই আজ।

১৯৩০ সালে নিউইয়র্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ হয় এই বিখ্যাত মার্কিন লেখিকা ও শ্রমিক দরদী কর্মী হেলেন কেলারের। লেখিকা যেহেতু অন্ধ তাই তিনি রবীন্দ্রনাথকে স্পর্শের মাধ্যমে অনুধাবন করেন।

সাক্ষাতে রবীন্দ্রনাথ 'আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী' গানটি নিজে গেয়ে তাকে শুনিয়েছিলেন। যেহেতু হেলেন কেলার দেখতে বা শুনতে পারতেন না তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ঠোঁট স্পর্শ করে গানটি বোঝার চেষ্টা করেন !!!!

ছবিটি অমর !!!!
~~~~~~~~~