tarun malakar's Album: Wall Photos

Photo 246 of 265 in Wall Photos

আজকে বিশ্বের Top অ্যাটাক হেলিকপ্টার মধ্যে অ্যাপাচে এ.এইচ-64 কে নিয়ে আলোচনা করা যাক।
ইতিমধ্যে ভারত ও এই Apache ব্যবহার করছে 2015 সালে ভারত আমেরিকা থেকে 22 টি Apache অর্ডার করেছে, ইতিমধ্যে আমেরিকার বোয়িং কোম্পানি সব গুলির ডেলিভারি দিয়ে দিয়েছে। পরে আরও অ্যাপাচে কেনা হবে।

আসুন দেখে নেই War Machine নামে পরিচিত এই Apache এর মধ্যে কি কি আছে, যার জন্য অ্যাপাচে বিশ্বের টপ অ্যাটাক হেলিকপ্টার এর মধ্যে পরে...

AH-64 Apache হেলিকপ্টার 4 টি ব্লেড ও দুটি ইঞ্জিন দ্বারা গঠিত এর নির্মাতা আমেরিকার বোয়িং কোম্পানি।
Apache প্রথম আমেরিকান আর্মিতে যোগ দেয় April 1986 তে, তখন থেকেই আমেরিকা এটি ব্যবহার করে আসছে।
Apache একটি মাল্টিরোল পিয়োর অ্যাটাক হেলিকপ্টার যাকে দুনিয়ার সব থেকে ঘাতক হাতিয়ার এ ইকুউপ্ট করা হয়েছে।
যেমন- AIM-92 Stinger Missile
- AGM-114 Hellfire Missile
- M230 Chain Gun With 1200 Round
- 70mm Hydra, CRV7 এবং APKWS Air-To-Ground Rockets.

Apache 1 মিনিট এ 128 টি টার্গেট কে ডেস্ট্রয় করতে সক্ষম।
Apache তে এমন কিছু অ্যাডভান্স সেন্সর রয়েছে যার জন্য সে একসাথে কমকরে 256 টি মুভিং তার্গেট কে ডিটেক্ট করতে পারে।

Apache এর এয়ার ফ্রেমটি ওজন 1,100 KG যার জন্য সে ব্যালিস্টিক মিসাইল এর হামলাও সহ্য করতে পারে।
Apache দিন, রাত অথবা খারাপ আবহাওয়া তেও নিজের কাজ চালাতে সক্ষম।

Apache তে দুজন পাইলট থাকে আর দুজনের ককপিট আলাদা, কারণ যদি হামলায় একটি ককপিট খারাপ ও হয়ে যায় অন্যজন তার ককপিট এর মাধ্যমে চপারটিকে পরিচালনা করতে পারে।

Apache এর
-Length: 18.17 Ft
-Rotor D Iameter: 48 Ft
-Height: 8.7 Ft
-Empty Weight: 5,165 Kg
-Loaded Weight: 8,000 Kg
-Maximum Ttkeof Weight: 10,434 Kg
- Maximum Speed: 293 km/h
- Maximum Range: 476 km
-Engine: General Electric T700-GE-701 Turboshafts দুটি ইঞ্জিন রয়েছে, যা কম করে 1409 কিলো ওয়াট পাওয়ার জেনারেট করতে সক্ষম।
যার জন্য Apache বিশ্বের Top অ্যাটাক হেলিকপ্টার এর মধ্যে পরে।
Apache এর অনেকগুলি ভেরিয়েন্ট আছে-
AH-64A, AH-64B, AH-64C, AH-64D, AH-64E, AH-64F

এগুলির মধ্যে ইনডিয়ান আর্মি ব্যবহার করছে AH-64E ভেরিয়েন্ট।

কিছু ডিফেন্স এক্সপার্ট দের মতে যদি কার্গিল যুদ্ধে প্রথম থেকেই ভারত অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করতো তাহলে ভারতের এত ক্ষতি হত না, আর যুদ্ধও বেসিদিন চলতো না।