tarun malakar's Album: Wall Photos

Photo 259 of 265 in Wall Photos

গতকাল #দ্য_হিন্দুর খবর ""ইরানের রেল প্রোজেক্ট থেকে ভারত কে বাদ দিয়েছে""
এটা দেখেই কং-কমিকীট দের সেকি উল্লাস,, এবং সেই ফাঁদে পা দিয়েছিল কিছু দক্ষিণপন্থীও..!! রাত পোহানোর আগেই সেটি ভুয়োখবর বলে প্রমানিত হলো,, ইরান জানিয়েছে এমন কোন ঘোষনা ওরা করেনি আর ভবিষ্যতেও করবে না..
প্রমান--⬇️⬇️
https://www.aljazeera.com/news/2020/07/iran-drops-india-key-rail-project-citing-funding-delays-200715063259623.html

এর আগেও বহুবার বলেছি আমি ব্যক্তিগত ভাবে এসব আর্বাল নক্সাল পরিচালিত মিডিয়া একদম বিশ্বাস করিনা, আর নিজের গায়ে যাতে অন্ধভক্ত/চাড্ডি তকমা না লাগে এই ভয়ভীতি বশে যারা একটু মোদীর সমালোচনা করে নিজেকে বুদ্ধিজীবী দক্ষিণপন্থী প্রমান করতে চান তাদের বলব জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পূর্ন আলাদা জিনিস, লেফ্টলিব্রান্ডুদের বানানো জিনিসের বাইরেও একটু একটু খোঁজখবর রাখুন।
ইরানের মতো একটা আধা দেউলিয়া দেশের 1.5 বিলিয়ন ডলারের প্রোজেক্ট বাতিল করার মতো অওকাত হয়নি। ভারত থেকে চালডাল আলুমুলো না গেলে শুধু তেল খেয়ে থাকতে হবে ওদের। আর চীনের লোনের ফাঁদে পা দিলে কি হয় সেটা ওরাও খুব ভালোভাবে জানে।