তিনি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনদিন মুখ খোলেননি, তৈমুরের মা হওয়ার গর্ব নিয়েই থাকতে ভালবাসেন। চেহেরার মধ্যে আফগানী মুল্লার ছাপ ছিল, শুকিয়ে মোটামুটি ডাইনি মার্কা চেহেরা বানিয়ে ফেলেছেন। তবে তিনি প্রবল হিংসুটে, দাম্ভিক ও বর্ণ বিদ্বেষমূলক আচরণের জন্যেও পরিচিত।