Koushik Banerjee's Album: Wall Photos

Photo 1 of 1 in Wall Photos

নীলে নীলে অম্বর পর নীতিন বালি।।।।।।।।।।।

তখন ক্লাস নাইন কি টেন। মিউজিক এশিয়া বলে তখন একটা চ্যানেল আসতো। সেই গান টা তখনই শোনা হঠাৎ একদিন টিভিতে। তখন জানতাম না গানটা নতুন করে এত ভাল করে কে গেয়েছে। গান টা শোনার পর ই ঘোর লেগে গেল। বেশ কয়েকবার শুনলাম গানটা। বাড়িতে তখন সবে সিডি প্লেয়ার এসেছে। ঠিক করলাম এই অডিও সিডি টা কিনতেই হবে।আমার এক বন্ধুর কল্যানে জুটেও গেল। বাড়িতে,বন্ধুর বাড়িতে তখন এই গানটা বারবার শুনতাম। মাঝে মাঝে দিনে ২০-৩০ বার। বাড়ির লোক যথারীতি বিরক্ত। কিন্তু কে শোনে কার কথা। গানটা স্কুলে বন্ধুদের সাথেও খুব গাইতাম। তখন আমার চোখে পৃথিবীর সেরা মেল প্লেব্যাক সিঙ্গার "নীতিন বালি"। বেচারা সেও হয়ত জানতো না এই পড়া বঙ্গদেশে তারও এতো বড় কেউ ফ্যান হতে পারে।তারপর যা হয় ওই কাঁচা বয়সে যত তাড়াতাড়ি কোন কিছুর মোহ এসে ধরে তত তারাতাড়ি তা কেটে যায়।

দুঃখের বিষয় এই বছর খানিক আগে ২০১৮ সালে নীতিন বালি মারা গেলেন। আমার যৌবন বয়সের সেরা প্লেব্যাক সিঙ্গার। মাত্র ৪৭ বছর বয়সে পথ দুর্ঘটনায়।

সেদিন কে বাড়ি ফেরার সময় রাস্তায় এই গানটা শুনলাম হঠাৎ শুনলাম। মনে পড়ে গেল সেই ১৭-১৮ বছর আগের সেই দিনগুলো। স্বর্ণালী দিন।

https://youtu.be/aUzIzrcdg1c