Ajai Debnath's Album: Wall Photos

Photo 1 of 1 in Wall Photos

ওরে নীল যমুনার জল, বলরে মোরে বল ।
কোথায় ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম।
ওরে নীল যমুনার জল ।
আমি বহু, আশায় বুক বেধে যে এলাম ।।
এলাম, ব্রজ ধাম......।
কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল ।

তোর, কোন কুলা কোন বনের মাঝে
আমার কানুর বেনু বাজে... বেনু বাজে ।।
আমি কোথায় গেলা শুনত পাব রাধা, রাধা,
রাধা রাধা নাম।
কোথায় ঘন শ্যাম , ওরে নিল যমুনার জল।

আমি, সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল
কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল ।।
বলরে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়,
বল যমুনা বল।।
বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর, অবিরাম.....।
কোথায় ঘন শ্যাম, ওরে নিল যমুনার জল........।

(#নজরুল_গীতি).....