JOY DEBNATH's Album: Wall Photos

Photo 1 of 1 in Wall Photos

ঃ”চিনি" স্বাস্থ্যের জন্য হানিকরঃ

আরেকবার কলম হাতে তুললাম। কি করবো বলুন? চাইলেই তো অস্ত্রধারন করা যায় না! কিন্তু কলম ধারন তো করাই যায়। তাই না?
এই কদিন আগেই আমার অতীব প্রিয় এক বন্ধু মাতৃভূমির টানে বাজার থেকে কেনা চীনা জিনিসের ক্ষতবিক্ষত দেহের ছবি পোস্ট করে নিজের মনকে আপাত শান্ত করার প্রয়াস করেছে।
কেউ বা কমেন্ট করেছে তার নির্বুদ্ধিতা নিয়ে। কারনটা বুঝি।
এখন প্রশ্ন হল তবে আমাদের এহেন পরিস্থিতিতে কি করা উচিত?!!

দেখুন, একটা দেশের সাথে অন্য দেশের কিছু বানিজ্যিক শর্ত থাকাটা অস্বাভাবিক কিছু নয়, তাই না?
এর একটা কূটনৈতিক দিকও আছে, যা অবহেলা করা রাষ্ট্রের সাজে না। আর সেটা করলে আন্তর্জাতিক মঞ্চে সেই দেশ ক্রমান্বয়ে পিছনের সারিতে স্থান প্রাপ্ত হবে।

তাই যারা ভাবছেন যে আমাদের সরকার চায়নার জিনিসপত্র ঢুকতে দেয় কেন বা রিজার্ভ ব্যাঙ্ক কি করল ইত্যাদি ইত্যাদি... তার প্রশ্ন আপাত ঠিক লাগে । অন্যদিকে দেশের বানিজ্যিক শর্ত ও প্রয়োজনকেও অস্বীকার করা যায় না। তাই না?

আমি প্রশাসনিক সিদ্ধান্তের কথা নয় বাদই দিলাম।
আমরা নিজেরা কতটা বলবান তা কি কখনো ভেবে দেখেছেন?

দেশবাসীর একাগ্রতাই পারে দেশকে আকাশ ছোঁয়াতে। কারন, কিছু কূটনীতিক বাধ্যবাধকতা থেকে বানিজ্যিক চুক্তি করা যদি রাজনৈতিক পদক্ষেপ দেশের হয় তবে কোন দেশের পণ্য আমরা ক্রয় করবো আর কোন দেশের পণ্য আমরা বর্জন করবো সেটা ঠিক করার সর্বোতো অধিকার শুধু আপনার আর আমার নিজের নিজের।

অর্থাৎ আমি বলতে চাই বাড়ির কাছে মদ বিক্রি হতে পারে। কিন্তু কে কিনবে আর কে কিনবে না এটা মদের দোকানওয়ালা ঠিক করে না। এই সিদ্ধান্ত ক্রেতা নিয়ে থাকে।

আর আমাদের পছন্দ বা অপছন্দের অধিকারকে রদ করার সাহস বা সামর্থ্য কারোও নেই। আর তাতে দেশের বানিজ্যিক চুক্তিও লঙ্ঘিত হবার আশঙ্কা নেই।
অর্থাৎ সাপও মরবে আর লাঠিও ভাঙবে না।

এবার প্রশ্ন হতে পারে Made in India তো সব পাওয়া যাবে না।
খুব ভালো প্রশ্ন।
আর এই প্রশ্নের মধ্যেই ভারতের সম্ভাবনা আর সমৃদ্ধিকে দেখা সম্ভব বন্ধুরা।

অন্ততপক্ষে আমাদের যা প্রয়োজন তা Made in India অর্থাত স্বদেশী হলে সেটাই কিনুন। এইটুকু তো সম্ভব। তাই না?

যখন দেশবাসী একজোট হয়ে স্বদেশী পণ্যের ক্রয়ে জোর দেবে তখন অন্য সমস্ত প্রয়োজনীয় পণ্য তৈরি করতে দেশীয় কোম্পানিগুলো প্রবল উৎসাহ পাবে। যা এক মহাশক্তিশালী রাষ্ট্রের মর্যাদা দেবে আমাদের মাতৃভূমিকে।

এবার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনার সিদ্ধান্তই দেশের আগামীদিনের ভবিষ্যত নির্মাণের অংশীদার হয়ে থাকবে। ধন্যবাদ।