rajib chakraborty's Album: Wall Photos

Photo 33 of 340 in Wall Photos

রাশিয়ান প্রীতি কি আখেরে ভারতের কিছু লাভ করেছে?
রাশিয়ার কালাশনিকভ এর সঙ্গে ওএফ বি এর চুক্তি মত Ak 203 রাইফেল এর প্রোডাকশন উত্তপ্রদেশের আমেথি তে আবার পিছিয়ে গেছে।

কিন্তু আর্মেনিয়া সঙ্গে রাশিয়ার Ak 103 রাইফেল বানানোর প্রক্রিয়া 50 হাজার ইউনিট যথা রীতি নিয়ম মেনেই চালু হয়েছে জুলাই থেকে ওই প্রোডাকশন শুরু হবে।

যদিও দুই চুক্তি প্রায় এক সময় হয়েছিল।চুক্তি স্বাক্ষর করেছিল রাশিয়ান FSMTC 2020 মে মাসে।প্রাইস নিয়ে মতভেদ নাকি ভারতের সঙ্গে চুক্তি মত প্রোডাকশন শুরু করার বড় বাধা।এর আগে বিক্রান্ত বিমানবাহক জাহাজ, এস 400 ডিল , টি 90 ট্যাংক, সু 30 এম কে আই ডিল, মিগ 29 ও নেভি মিগ 29 কে ডিল প্রত্যেকটি রাশিয়ার এই বাহানাবাজির শিকার।টাইম এসেছে অন্য vendor দেখার দেশে ও দেশের ভিতর,ধীরে ধীরে রাশিয়ান নির্ভরশীলতা কমাতে হবে।বর্তমানে চীন ভারত সংঘর্ষ পরিপ্রেক্ষিতে তা আরো গুরুত্বপূর্ণ কারণ চীন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী প্রায় 130 বিলিয়ন বাণিজ্য হয় তাদের।